

প্রকৃত সম্মান হয়ত তাদের মেলেনা। আর পরের দিন খবর এর কাগজে আসে ঘটনা। “স্থান, কাল, পাত্র” বিবেচনা করে হয়ত বা সে গ্রেপ্তার হয়। আর হলেও বা কি, এর পরে আবারও “স্থান, কাল পাত্র” বিবেচনা করে তবেই তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং কোন সুদূর ভবিষ্যৎ এ সাজা মেলে। কিছু ঘটনা তো কোনদিন-ই দিনের আলো দেখেনা। ঘটনা গুলো ভুক্তভোগীনীর কুঁকড়ে যাওয়া শরীর ও মনের মধ্যে গুমরে মরে বাকিটা জীবন। কি আর করা যাবে তিনি তো আর গরু খাওয়া বা না খাওয়া নিয়ে মন্তব্য করেন নি। করলে হয়ত Front Page এ স্থান পেতেন। স্থান পেতেন হাজার মানুষের দৈনিক Facebook post এর অংশ হিসেবে। যেমনটা পায় বন্ধুদের নিয়ে “দিলওয়ালে” কিংবা “বাজিরাও মাস্তানি” দেখতে যাওয়ার কথাতে। সিনেমা দেখতে দেখতে watching movie Eating Pizza with 20 others এর পোস্ট এ এত ট্র্যাফিক যা কলকাতার রাস্তায় হলে দুদিন লাগত বাড়ি পৌছাতে। মোদ্দা কথা হল আমরা সেই শ্রেণীভুক্ত জনগন যারা সব কিছু হয়ে টয়ে গেলে শুতে যাওয়ার আগে একটু আতলামি করি আর “কি দিন এল” বলে আলোচনায় মগ্ন হই।
একবার ভাবুন।
পুরুষ হবেন না মানুষ। So Called পুরুষ হয়ত জন্মগত ভাবে সবাই ই। কিন্তু জন্মগত ভাবে
মানুষ তো আপনি? নিজের স্ত্রী-কন্যা এর সাথে ঘটনা টা ঘটলে মানতে পারবেন তো? নাকি
সেখানেও………. ?
আমাদের কাজেই যেন
হয় আমাদের পরিচয়। অকাজ বা কুকাজ করে সংবাদ শিরোনাম এর অংশ হতে না হয়। যেন আমাদের
কারুর অকাজ নিয়ে News Channel এ এক ঘণ্টার
বিতর্কসভা না বসে।
একটু ভাববেন।
ভাবতে পয়সা লাগেনা। ট্যাক্স ও লাগেনা।