পোস্ট টা বড়দিন নিয়ে। লিখতে দেরি হল শুধু।
কোন এক মা ও ছেলের কথোপকথন ।।
- মা এখন সবাই কি খায়? কত বাক্স বিক্রি হচ্ছে দেখতে পাই নানারকম রঙ এর। সবাইকে দেখি বাক্স অনেক গুলো করে কিনে নিয়ে যাচ্ছে।
- ওগুলো কেক রে। এখন বড়দিন তো। প্রভু যিশু এর জন্মদিন এ ওই কেক বিক্রি হয়। সবাই সেটাই কিনছে।
- মা আমরা খাব না কেক?
- ওগুলো বড়লোক এর খাওয়ার জন্য। আমরা তো আজ পান্তা ভাত খাব। আজ ভাল করে লেবু লঙ্কা আর পেয়াজ দিয়ে দেব তোকে।
- মা বড়লোকেরা পান্তা খায় না? আমরা তো অনেক দিন পান্তা ও পাই না।
-অদের অনেক পয়সা, ওরা পান্তা কেন খাবে। ওরা ভাল খাবার খায়। আমাদের তো ওর ওপরে ভাবতে নেই।
- মা প্রভু যিশু কে বল না যাতে আমরাও কেক পাই।
- ভাত খাবি চল ।
- বলবে না তুমি?
- প্রভু যিশু নিশ্চয়ই আমাদের জন্য পাঠাবেন কিছু। খেয়ে নে চল।
--
p.s. Neither intended to make an religious post nor to discriminate religion. Just an untold story of a mother and child.
Photo Source Internet.